পৃষ্ঠাসমূহ

রবিবার, ১৮ মে, ২০১৪

ফরেস্ট গাম্প: আমার দেখা সবচেয়ে সরল চরিত্র




Forrest Gump (1994)
পরিচালকঃ Robert Zemeckis
অভিনয়েঃ Tom Hanks, Robin Wright, Gary Sinise
রেটিংসঃ IMDb-8.7; Rotten Tomatoes-71%; Metacritic-82
মুক্তিকালঃ 6 July 1994 (USA); ব্যাপ্তিঃ 2 hrs and 22 mins



কাহিনী সংক্ষেপঃ  অতি সাধারণ এক মানুষ ফরেস্ট গাম্প। তার আইকিউ অন্য দশজনের তুলনায় কম। নিজের মা ছাড়া অন্য কাউকে সে জানে না। মায়ের দেখানো সহজ সরল সাজানো পথে জীবন সাজাতে চায় সে। আরেকজনকে সে পরম ও একমাত্র বন্ধু হিসেবে চেনে সে হলো জেনি। একসময় সেনাবাহিনীতে যোগ দেয় ফরেস্ট। তারপর বছরের পর বছর চলে যায়। একে একে ঘটনার জন্ম দেয় ফরেস্ট। কিন্তু কোন কিছুই ফরেস্টকে আলোড়িত করে না। আলোড়িত করে কেবল জেনি। একসময় ভালোবাসায় ধরা না দিতে দিতে ভালোবাসারই জয় হয়।
ফরেস্ট গাম্পের কিছু তথ্য:
১৯৯৪ সালে মুক্তি পাওয়া আমেরিকান রোমান্টিক-কমেডি-ড্রামা ফিল্ম ফরেস্ট গাম্প মূলত Winston Groom এর লিখা একই নামের উপন্যাস থেকে অ্যাডাপ্ট করা যার স্ক্রিনপ্লের দায়িত্বে ছিলেন Eric Roth এবং পরিচালনা করেন Robert Zemeckis যিনি আবার তাঁর Back to the Future এর জন্য বহুল পরিচিতফরেস্ট চরিত্রে ছিলেন Tom Hanks আর তাঁর প্রেয়সী জেনি চরিত্রে Robin Wright উপন্যাস অনুযায়ী ফরেস্ট গাম্প গল্পটি তাঁর জীবদ্দশায় (১৯৪৪ থেকে ১৯৮২) ঘটে যাওয়া বহু আলোচিত ঐতিহাসিক ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ এবং ব্যক্তি জীবনের ঘটনাবলী নিয়ে সাজানো হয়েছেফরেস্ট এর জন্ম আলাবামা রাজ্যে, সে ছিল স্বল্প বুদ্ধির, মিতভাষী, জেদি কিন্তু অদ্ভুত খেলোয়াড়ি শক্তি সম্পন্ন যেটি তাঁর জীবনের আশীর্বাদ স্বরূপ হিসেবে আমরা দেখি

চরিত্র:
ছবির শুরুর দৃশ্যে দেখা যায় রাস্তার পাশে বেঞ্চিতে গাড়ির জন্য অপেক্ষমাণ মাঝ বয়সী এক যুবকযার চোখে অবাক দৃষ্টি, ভাবলেশহীন অভিব্যক্তিএমন সময় আরেকজন যাত্রী পাশে তাঁর পাশে এসে বসেযুবকটি আলাপ করার চেষ্টা করে।-
Hello. My name’s Forrest. Forrest Gump. Do you want a chocolate?
আমরা জানতে পারি ইনিই সেই ফরেস্ট গাম্পতাঁর কথা বার্তায় তাকে কিছুটা বালকসুলভ মনে হয়কারো প্রতিউত্তরের তোয়াক্কা না করে সে কথা বলে যায়।  কখনো মা, কখনো জেনি, কখনো বা নিজের কআ।  ছবির অর্ কের বেশি আলোচিত হয় ফরেস্টের মুখে। যাত্রীদের অনেকে আসে আবার চলে যায়, কেউ কেউ তাকে উপেক্ষা করে, কেউ করে উপহাস, কেউ মনোযোগ দিয়ে শুনেফরেস্ট বলে যায় তাঁর জীবনে ঘটে যাওয়া বিচিত্র সব ঘটনা

ফরেস্ট এর মাঃ
“My mama always said life was like a box of chocolates. You never know what you’re gonna get.”
এভাবেই ফরেস্ট তার মায়ের কথা স্মরণ করে। বাবা হারানো ছেলে ফরেস্ট মায়ের কাছেই মানুষমা ই তাঁর সবমায়ের সব কথা সে সারা জীবন স্মরণ করে
ফরেস্ট এর অদ্ভুত আচরণে বিস্মিত হয়ে মানুষ যখন বলত তুমি কি বোকা না পাগল, প্রতিউত্তরে ফরেস্ট বলত-
Mama says, “Stupid is as stupid does.”
ফরেস্ট এর মা মিসেস গাম্প ছেলের জন্য সম্ভব সব করে যায়সবসময় ফরেস্টের মায়ের চেষ্টা ছিলো তার ছেলেকে যাতে কেউ অন্যরকম বলতে না পারেমিসেস গাম্প বলেছিল-
“Don’t ever let anybody tell you they’re better than you, Forrest.”

জেনি: কেন বললাম মুভি দেখলেই জানতে পারবেনস্কুল বাসে পরিচয় জেনির সাথেসেই থেকে জেনিই তাঁর একমাত্র খেলার সাথী, সুখদুঃখের সঙ্গী, প্রেমিকা ইত্যাদি, ইত্যাদি
“Jenny and me was like peas and carrots.”
জেনির ছিল খুব দুঃখীতাঁর জীবনটা দুঃখের ভারে বিধ্বস্তফরেস্ট এর সাথে তাঁর সম্পর্ক বুঝতে আপনাকে মুভির শেষটা দেখতে হবে। সে ফরেস্ট কে ঠিক প্রেমিক হিসেবে মেনে নিতে পারেনা, কিন্তু যখনি বিপদে পরেছে ফরেস্ট কে স্মরণ করেছে, ছুটে গিয়েছে তাঁর কাছেফরেস্টকে বাঁচাতে গিয়ে সে বারবার বলে “Run, Forrest, run! Run, Forrest!” এই ডায়ালগ এর ব্যবহার খুঁজে পাবেন পুরো মুভি জুড়ে
ফরেস্ট এর জীবনে জেনি ছিল অবিচ্ছেদ্যকেউ একজন তাঁর বোটের নাম দিতে বললে সে মনে মনে ভাবে তাঁর তো আর কোনও নাম জানা নেই তাই বোটের নামও দিয়ে দেয় জেনিশেষ দিকের একটি অংশে দেখবেন-
“But at night time when there was nothing to do and the house was all empty, I’d always think of Jenny.”
তবে শেষ দিকে জেনির সাথে ফরেস্ট এর একটি সফল পরিণতি দেখতে পাবেন
ক্ষ্যাপাটে লেফ. ড্যানঃ
ড্যান এর সাথে ফরেস্ট এর পরিচয় ভিয়েতনাম যুদ্ধেক্ষ্যাপাটে স্বভাবের ড্যান বংশগত ভাবেই যোদ্ধা ছিলআত্মমর্ম্পাদাসম্পন্ন ড্যান ফরেস্ট কে পছন্দ করত তাঁর সরলতার জন্যড্যান চাইত যুদ্ধেই যেন তাঁর প্রানটা যায়ফরেস্ট তাঁকে ভিয়েতনামের এক এম্বুশে বাঁচায়, এই জন্য ড্যান একবার ফরেস্ট কে গালাগাল দেয়-
“I was supposed to die in the field, with honor! That was my destiny, and you cheated me out of it!”
পরবর্তীতে ড্যান ফরেস্ট এর সাথে বোটে তাঁর সহযোগী হিসেবে থেকে যায়

চিংড়ি প্রেমী বাবা (Bubba): বাবার সাথেও ফরেস্ট এর সেনাবাহিনীতে পরিচয়বাবা ছিল সে সময়ে তাঁর বিশ্বস্ত বন্ধুবাবার চৌদ্দগুষ্টি ছিল চিংড়ি স্পেশালিষ্টবাবাও চিংড়ি নিয়ে স্বপ্ন দেখতফরেস্ট কে সে সবসময় চিংড়ি নিয়ে গল্প করতগল্পগুলা ছিল এরকম-
“Anyway, like I was saying, shrimp is the fruit of the sea. You can barbecue it, boil it, broil it, bake it, sauté it. There’s shrimp kebabs, shrimp Creole… …shrimp gumbo, pan fried, deep fried, stir fried. There’s pineapple shrimp, lemon shrimp, coconut shrimp, pepper shrimp…shrimp soup, shrimp stew, shrimp salad, shrimp and potatoes, shrimp burger, shrimp sandwich…”
বাবা ফরেস্ট কে বলেছিল যখন আর্মি থেকে চলে যাবে তখন সে একটা চিংড়ি ধরার বোট কিনবে আর বিজনেস করবেফরেস্ট কে প্রস্তাব দিয়েছিল তাঁর সাথে যোগ দিতে
আর ফরেস্ট গাম্প এর পরিচয় আলাদা করে কি দেব, তাঁর কথা আগেও লিখেছিআপনারা মুভিটি দেখে নিজেরা বিচার করে তাকে জেনে নিবেন
শেষ বিশ মিনিটে মুভির আসল বিষয় উঠে আসে।

মুভিটিতে আমার প্রিয় মুহূর্তঃ মুভির শেষাংশে ফরেস্ট যখন জেনিকে খুঁজে পায় দেখে জেনি মা হয়েছে
Jenny: His name’s Forrest.
Forrest: Like me.
Jenny: I named him after his daddy.
Forrest: He got a daddy named Forrest, too?
Jenny: You’re his daddy, Forrest.
এই কথা শুনে ফরেস্টের মুখ অন্ধকার হয়ে যায়, তীব্র অপরাধবোধ তাকে আচ্ছন্ন করে ফেলেজেনি অভয় দেয়, বলে সে কোনও অপরাধ করেনিআশ্বস্ত হয় ফরেস্টআবার জেনিকে জিজ্ঞাসা করে-
“But… Is he smart, or…”  “Jenny: He’s very smart. He’s one of the smartest in his class.”
কোনদিন ভুলতে পারবোনা এই অংশটুকু
অভিনয় নিয়েঃ ফরেস্ট গাম্প চরিত্রে টম হ্যাঙ্কস, মিসেস গাম্প চরিত্রে স্যালি ফিল্ড, জেনি চরিত্রে রবিন রিট, ড্যান চরিত্রে গ্যারি সিনিসি, বাবা চরিত্রে উইলিয়ামসনএরা এদের কাউকে আলাদা করে বিচার করা সম্ভব নাসবাই ফরেস্টের সাথে, ফরেস্টের জীবনের সাথে, তাঁর সাফল্য ব্যর্থতা, হাসিকান্না, আবেগ ইত্যাদির সাথে অবিচ্ছেদ্য ভাবে মিশে আছেপ্রতিটা চরিত্র যেন একেকটা উপন্যাস


প্রাপ্তি:
# অস্কার প্রাপ্তি ৬টি বিভাগে-পিকচার, পরিচালক, অ্যাক্টর, অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে, ভিসুয়্যেল ইফেক্ট আর ফিল্ম এডিটিংআরও আছে বিখ্যাত ৩৮টি পুরস্কার আর ৪৪টি নমিনেশন
# আইএমডিবি টপ ২৫০ এ ১৮ নম্বরএরকম আরও অনেক লিস্টে উপরের দিকে আছে, যেমন শত বছরের মুভি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুভি ইত্যাদি ইত্যাদি
# মুভির সাথে রিলিজ পাওয়া গানের অ্যালবামটি ৪২ সপ্তাহ ধরে বিলবোর্ড টপে ছিল আর বিশ্বব্যাপী ১২ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়এতে ছিল এল্ভিস প্রিসলি, দ্যা ডোর, জিমি হেন্ড্রিক্স এর মত গানওয়ালা দের গান৩২ টা গান ছিল যা মুভির বিভিন্ন ঐতিহাসিক সময় কে চিহ্নিত করেগান গুলো ১৯৫০-১৯৮০ এর দিকে করা
# “Mama always said life was like a box of chocolates. You never know what you’re gonna get.” এই ডায়ালগ ১০০ বছরের ১০০ মুভির তালিকায় ৪০ তম অবস্থানে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন